এস এম বাবু (চিতলমারী বাগেরহাট) থেকে: আজ ১লা জানুয়ারি ২০২৬, নতুন বছরের প্রথম দিনে ঘোলা দারুল আকরাম এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে আনন্দিত হবে কোমলমতি শিক্ষার্থীরা।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বই বিতরণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন বছরের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
নতুন বছরে বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সুন্দর ও সফল হবে—এমনটাই প্রত্যাশা সবার।