**নিজস্ব প্রতিবেদক,
এস এম বাবু (গোপালগঞ্জ):আজ২৫ ডিসেম্বর
গোপালগঞ্জে বর্ণিল আলোকসজ্জা আর আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। আজ সোমবার (২৫শে ডিসেম্বর) সকাল থেকেই জেলার গির্জাগুলোতে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা ও উৎসবের আয়োজন করা হয়েছে।
বড়দিন উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা, মুকসুদপুর ও কোটালীপাড়ার বিভিন্ন গির্জা ও উপাসনালয়গুলোকে দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে। গির্জাগুলোর ভেতরে ও বাইরে রঙিন বাতি, ক্রিসমাস ট্রি, ফুল এবং বেলুন দিয়ে সাজানো হয়েছে এক মনোরম সাজে। বিশেষ করে রাতের আলোকসজ্জা গির্জাগুলোর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
আজ সকালে গোপালগঞ্জের প্রধান প্রধান গির্জায় বিশেষ প্রার্থনা (খ্রিস্টযাগ) অনুষ্ঠিত হয়। প্রার্থনায় বিশ্বশান্তি, মানবজাতির কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করা হয়। যিশু খ্রিস্টের প্রেম ও ক্ষমার বাণী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ধর্মযাজকরা।
উৎসবের আমেজ সম্পর্কে এক দর্শনার্থী বলেন, "বড়দিন মানেই আনন্দের দিন। গির্জাগুলোর আলোকসজ্জা দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে আনন্দ করছি এবং সবার মঙ্গলের জন্য প্রার্থনা করছি।"
শহরের খ্রিস্টান পল্লীগুলোতে উৎসবের ছোঁয়া লেগেছে। বাড়ি বাড়ি তৈরি করা হয়েছে বিশেষ খাবার ও কেক। ছোটরা মেতে উঠেছে নতুন পোশাকে আর উপহার বিনিময়ে।
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গির্জাগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী তৎপর রয়েছে যাতে উৎসবমুখর পরিবেশে সবাই দিনটি উদযাপন করতে পারে।
সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই বিশেষ দিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ এখানে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে শামিল হয়, যা বড়দিনের এই আয়োজনে আবারও ফুটে উঠেছে।