
আজ সকাল থেকেই এলাকায় ঘন কুয়াশা ও আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি বেড়েছে। কুয়াশার কারণে সড়কে চলাচলের সময় চালক ও পথচারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে।
আপনাদের এলাকার আবহাওয়া কেমন? কমেন্টে জানান
#কুয়াশা #মেঘাচ্ছন্নআবহাওয়া #শীত #আজকেরআবহাওয়া #বাংলাদেশ এস এম বাবু