স্টাফ রিপোর্টার :মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৬ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক।”
তারেক রহমান শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই সব বীর শহীদের প্রতি জাতি চিরঋণী।”
তিনি আরও বলেন, “বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শুভেচ্ছা বার্তায় তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং মহান বিজয় দিবসের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।