
এস এম বাবু েনিজস্ব প্রতিবেদক) মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বরকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে জাতীয় পতাকার বেচাকেনা। শহর থেকে গ্রাম—হাট-বাজার, সড়কের মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসপাড়ায় দেখা যাচ্ছে লাল-সবুজ পতাকার ছড়াছড়ি।
পথের পাশে অস্থায়ী দোকান ও ভ্যানগাড়িতে বিভিন্ন আকারের পতাকা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে কাগজ, কাপড় ও প্লাস্টিকের তৈরি পতাকা। শিশু-কিশোরদের মধ্যে ছোট আকারের পতাকার চাহিদা বেশি থাকলেও বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের জন্য বড় কাপড়ের পতাকা বেশি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পতাকা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “বিজয় দিবস এলেই বিক্রি বাড়ে। এ সময়টায় ভালো আয় হয়।” অন্যদিকে ক্রেতারা জানান, বিজয় দিবসের আবহ ছড়িয়ে দিতে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা আগেভাগেই পতাকা কিনছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা বিক্রির এই ব্যস্ততা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে নতুন প্রজন্মের কাছে আরও দৃঢ়ভাবে তুলে ধরছে।