
স্টাফ রিপোর্টার:টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপের ডাঙ্গা মাদ্রাসায় তিন দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিল গতকাল থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলা ও গ্রাম থেকে হাজারো মুসল্লি মাদ্রাসা মাঠে ভিড় জমাতে থাকেন।
মাহফিলে দেশের খ্যাতিমান আলেম-ওলামা ও বয়ানকাররা তাফসির, হাদিস, ইবাদত, সামাজিক শৃঙ্খলা, নৈতিকতা ও ইসলামি জীবনবিধান নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। তাদের মনোমুগ্ধকর বয়ানে উপস্থিত শ্রোতারা আবেগাপ্লুত হয়ে যান।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও নিরাপত্তা, শৃঙ্খলা, যানবাহন ব্যবস্থাপনা ও খাবারের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে। আশপাশের এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল রয়েছে।
আগামীকাল জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিল শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা হবে বলে জানান আয়োজকরা।
ধর্মপ্রাণ মানুষের জন্য এটি টুঙ্গিপাড়ার অন্যতম বড় ইসলামি আয়োজন হিসেবে পরিচিত হয়ে উঠেছে।