
নিজস্ব প্রতিবেদক (চিতলমারী বাগেরহাট) থেকে: আজ চিতলমারী উপজেলার ঘোলাগ্রামের ঘোলা মাদ্রাসায় অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ওয়াজ মাহফিল। দুর দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় করতে থাকেন। পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ, আর পরিবেশ ছিল ধর্মীয় অনুভূতি ও ইসলামি আলোচনায় মুখরিত।
ওয়াজ মাহফিলে দেশের খ্যাতনামা আলেম–ওলামা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। তারা ইসলামি আদর্শ, নৈতিকতা, সামাজিক শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ নিয়ে গভীর বক্তব্য প্রদান করেন। বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠা, আহ্বান জানান।
https://www.nagorikodikar.com ঘরে বসে পরুন ও বিজ্ঞাপন দিন
আয়োজক কমিটির সদস্যরা জানান, এ ধরনের মাহফিল সমাজে ধর্মীয় চেতনা জাগিয়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও জানান, আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।