
এস এম বাবু (নিজস্ব প্রতিবেদক) ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে ঘিরে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও শঙ্কা। শহরের বিভিন্ন এলাকায় দোকানপাট আংশিকভাবে বন্ধ থাকলেও রাস্তায় দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। প্রশাসন জানিয়েছে, জনগণের জান-মাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
https://www.nagorikodikar.com ঘরে বসে নাগরিক অধিকার পড়ুন ও বিজ্ঞাপন দিন
সকাল থেকেই পুলিশের টহল ও চেকপোস্ট বসানো হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। কোনো ধরণের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নাগরিকদের শান্ত থাকতে ও গুজবে কান না দিতে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
এদিকে, লকডাউনের ঘোষণায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। অনেকেই জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও ভয় ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে রাজধানীবাসী।