
নওয়াপাড়া( যশোহর)প্রতিনিধি:
অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা ও সেবন। এলাকায় সহজলভ্য হয়ে পড়েছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ নানা ধরনের নেশাজাতীয় দ্রব্য। এতে বিপথগামী হচ্ছে স্থানীয় তরুণ ও কিশোর সমাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন মহল্লা ও পাড়ায় গোপনে চলছে মাদক কেনাবেচা। কিছু অসাধু ব্যক্তিরা গোপন আস্তানায় বসে মাদক বিক্রি করলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি তুলনামূলক কম। ফলে প্রতিদিনই বেড়ে চলেছে মাদকসেবীর সংখ্যা।
অভিভাবকরা জানান, পড়াশোনা ছেড়ে অনেক তরুণ এখন নেশায় আসক্ত হয়ে পড়ছে। এতে পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে অনেকেই জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, এখনই কঠোর অভিযান ও সামাজিক আন্দোলন গড়ে তোলা না হলে নওয়াপাড়ার ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ বিপদের মুখে পড়বে।
অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে