মো:মেহেদী হাসান (শ্রীপুর গাজীপুর):থেকে গাজীপুরের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের শিমুলতলি এলাকায় শ্রমিকদের
বকেয়া বেতন পরিশোধের সুস্পষ্ট তারিখ ও পদক্ষেপের দাবিতে শিমুলতলি এলাকার সামনে রাস্তার ওপর অবস্থান নেয় কয়েকশ’ শ্রমিক। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
(গুগলের সার্চ করে দৈনিক সমিকরন ঘরে বসে পড়ুন ও বিজ্ঞাপন দিন)
সড়ক অবরোধের ফলে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিশেষত জরুরি কাজে বের হওয়া মানুষ এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রশাসন ও গার্মেন্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা তাদের অবস্থান বজায় রেখেছে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছে।