এস এম বাবু (বাগেরহাট থেকে নিজস্ব প্রতিবেদক) আজ রবিবার বাগেরহাটে হরতাল পালিত হয়েছে আংশিকভাবে। সকালে শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা ছিল কম। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় রুটে সীমিত আকারে অটোরিকশা ও ইজিবাইক চলতে দেখা গেছে।
হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বাজার ও দোকানপাট আংশিক খোলা ছিল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে— শান্তিপূর্ণভাবে হরতাল পালনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে।