দেশের বিভিন্ন অঞ্চলে অভাব অনটনের তাড়নায় শৈশবের আনন্দ ভুলে শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে জীবিকা নির্বাহ করছে একদল শিশুরা।দেশের বিভিন্ন অঞ্চলে নদী নালা খাল বিল থেকে শাপলা তুলে তারা স্থানীয় বাজার কিংবা রাস্তার মোড়ে বিক্রি করছে। এই শিশুরা তাদের পরিবারের আর্থিক প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাপলা তুলে পরিবারের চাহিদা মেটাতে হয়। শিশুরা শাপলা বিক্রি করছে। কখনো দুইটি শাপলা কখনো পাঁচটি শাপলা কখনো দশটি শাপ লা বিক্রি হলেও দিনের শেষে যা আয় হয় দিয়ে কোনরকম চলে তাদের খাবার বা শিক্ষার ০খরচ অধিকাংশ শিশু রা বাবা দিনমজুর কর্মহীন হওয়ায় সংসারের দায়িত্ব পড়েছে তাদের কাঁধে। এই করুন বাস্তবতা আমাদের সমাজে আর্থসামাজিক বৈষম্য শিশু স্ররোমের বাস্তব চিত্র তুলে ধরে শিশুদের সুন্দর ভবিষ্যৎ কথা চিন্তা করে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে ছবি এস এম বাবু