এস এম বাবু( ফরিদপুর ) থেকে : আজ বিকালে ফরিদপুর বাজারে বিশেষ অভিযানে ব্যাটালিয়ন সদস্যরা বিপুল পরিমাণ প্লাস্টিক। ও কারেন্ট জাল জব্দ করেছেন। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি ই আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। জব্দকৃত জাল ও প্লাস্টিক ভেলি ব্রিজের নিচে নদীর পাড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় । প্লাস্টিক ও কারেন্ট জাল মাছেরপোনা ধ্বংস সহ জলজ বৈচিত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। ও হুমকি সৃষ্টি করে । এগুলোর ব্যবহার নিষিদ্ধ হলে ও গোপনেতা বাজারে বিক্রি হচ্ছে । স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে ফরিদপুর বাজারে এই ধরনের জাল ও প্লাস্টিক বিক্রি হচ্ছিল। যা নদীর জন্য ক্ষতিকর ছিল আজকের অভিযান কে স্বাগত জানান । এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবার আহ্বান জানান । অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান পরিবেশ রক্ষা অবৈধ পণ্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হবে ।এবং কেউ এই নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জল বিক্রি করলে কঠোর আইনানুর ব্যবস্থা নেওয়া হবে ।