ফরিদপুর থেকে :এস এম বাবু :আজ থেকে শুরু হচ্ছে ফরিদপুর জেলা প্রশাসন সামাজিক বন বিভাগে যৌথ উদ্যোগে শুরু হচ্ছে বৃক্ষ মেলা অভিযান ও বৃক্ষ মেলা পরিবেশ সচেতনতা বৃদ্ধি সবুজ য়ন কে উৎসাহিত করা র একটি চমৎকার প্রমাণ গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই ধরনের স্লোগান কে সামনে রেখে পরিবেশ ও সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা য় জনগন উৎসাহিত করা মেলায় বিভিন্ন সরকার। বে সরকারী নার্সারি স্টল রয়েছে। এখানে ফলজ ও বনজ ঔষধি এবং শোভা বর্ধনকারী হাজারো প্রজাতিক গাছের চারা পাওয়া যাচ্ছে। যমন আম জাম কাঠাল লিচু পেয়ারা থেকে বিভিন্ন ধরনের ফুল ও পাতা বাহারিয়া এই মেলায় ফরিদপুর বাসীর জন্য নিজেদের বাড়ীর আঙ্গিনায় ছাদ বাখালি জায়গায় গাছ লাগিয়ে সবুজ পরিবেশ তৈরিতে অংশ নেওয়ার দারুন সুযোগ আপনী ও পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুড়ে আসতে পারেন