সকাল টা একটু অন্য রকম ছিল। ব্যাগটা গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম আজ একটু দূরে যেতে হবে। আর মানুষজন জানালার কাছে ভেযে আসা হাওয়া যেন বলে দিচ্ছে। জীবনের গতি কখনো থেমে থাকে না রাস্তার পাশে দেখা মিলল বিশাল সবুজ মাঠ ছোট নদী ধানক্ষেত।আর মাটির গন্ধ এই সবকিছুর মিলিয়ে তৈরি হয়। এক নতুন শান্তি।যা শহরের ভিড়ে পাওয়া যায় না আমি বসে আছি চুপচাপ কেউ আমার পাশে নেই আমার মনে বাজছে হাজারো স্মৃতির সুর। হয়তো এটাই বাসে ভ্রমণের আনন্দ ও সৌন্দর্য। নিজের সাথে নিজের দেখা হয়ে যাওয়া। শেষমেশ পৌছালাম। এই পথটাই ছিল আমার গন্তব্যের কারণ কিন্তু মনে হচ্ছে তাদের প্রতিটি গাছের যেন একটা গল্প হয়ে গেছে প্রতিটি এস এম বাবু